ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার প্রধান রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
আন্তর্জাতিক ডেস্কঃ বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস এই হামালার শিকার হয়। ট্রেনটি প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা কোচে ওঠার সময় বিস্ফোরণ ঘটে।
কোয়েটার কমিশনার বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে এবং বিস্ফোরণে প্রায় ৫০ জন আহত হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ৬-৮ কেজি বিস্ফোরক বহন করে বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয়ই রয়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ, তবে অবকাঠামোর দিক দিয়ে প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে কম উন্নত প্রদেশ।
আরব সাগর বরাবর একটি বিস্তীর্ণ উপকূলসীমাসহ অঞ্চলটির সঙ্গে ইরান এবং তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সীমান্ত রয়েছে। স্থানীয় সম্পদের ওপর আঞ্চলিক স্বাধীনতা ও নিয়ন্ত্রণের দাবিতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী দ্বারা মারাত্মক হামলার ঘটনা ঘটে চলেছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)