• তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ

এবার এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন স্মার্টওয়াচে

  • তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ
  • ২৪ জুলাই, ২০২৪ ১২:২৬:০৪

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। এটি চালু করেছে ওপেনএআই। এটি বিশ্বের প্রথম এআই চ্যাটবট। চ্যাটজিপিটিতে করা যায় না এমন কাজ নেই। চাকরির সিভি থেকে শুরু করে রেসিপি পর্যন্ত লিখে দিতে পারে চ্যাটজিপিটি। এবার এই এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন স্মার্টওয়াচে।

বড় চমক হাজির করতে চলেছে রিয়েলমি। এতদিন স্মার্টফোনে পাওয়া যেত এআই ফিচার্স। এবার হাতঘড়িতে সেই সুবিধা উপভোগ করার সুযোগ আনছে রিয়েলমি। রিয়েলমি ওয়াচ এস ঘড়ির আপডেট মডেল হিসেবে বাজারে আসছে ওয়াচ এস২। এরই মধ্যে স্মার্টওয়াচের নানা ফিচার্স নিয়ে জল্পনা শুরু হয়েছে।বিভিন্ন টেক রিপোর্ট থেকে জানা গেছে, স্মার্টওয়াচে পাওয়া যাবে গোল ডিসপ্লে। যা সচরাচর স্মার্টওয়াচের ক্ষেত্রে দেখা যায় না।

 এতে মিলবে লিঙ্ক ওয়াচ স্ট্র্যাপ এবং ব্লুটুথ কলিং, যা পুরোনো মডেল রিয়েল ওয়াচ এস-এ ছিল না।এই স্মার্টওয়াচের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হতে চলেছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। চ্যাপজিপিটি চালিত এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার পাওয়া যাবে স্মার্টওয়াচে। অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে স্পোর্টস মোড এবং হেলথ মনিটরিং ফিচার। এই সুবিধাগুলো বর্তমানে সব স্মার্টওয়াচেই পাওয়া যায়। শরীরচর্চার ক্ষেত্রে এই স্মার্টওয়াচ ট্র্যাকিং ডিভাইস হিসাবে কাজে আসতে পারে। এখনও স্মার্টওয়াচের বেশি কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেনি রিয়েলমি।

রিয়েল ওয়াচ এস এবং প্রো ভ্যারিয়েন্টে ১.৩ ইঞ্চি গোল ডিসপ্লে দিয়েছিল সংস্থা। এই ঘড়িতে ২.৫ডি কার্ভ ডিসপ্লে এবং কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। সিঙ্গেল চার্জে রিয়েল ওয়াচ এস ১৫ দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আশা করা হচ্ছে, নতুন রেডমি ওয়াচ এস২ স্মার্টওয়াচেও এমন ডিসপ্লে দেওয়া হতে পারে।

শিগগির এই স্মার্টওয়াচ বাজারে আনবে সংস্থা। ভারতে রিয়েল ওয়াচ এস স্মার্টওয়াচটির দাম ৪ হাজার ৯৯৯ থেকে ৯ হাজার ৯৯৯ রুপি। আশা করা হচ্ছে, নতুন রেডমি ওয়াচ এস২ স্মার্টওয়াচের দাম এর আশেপাশে থাকতে পারে। অনলাইন ও অফলাইন দু’জায়গা থেকেই কেনা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo