ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের এমন অনেক ফিচার আছে যেগুলো অ্যান্ড্রয়েডে নেই। আবার অ্যান্ড্রয়েডে এমন কিছু ফিচার আছে যা জনপ্রিয় হলেও আইফোনে তার সুবিধা পাওয়া যায় না। তবে এবার গুগল তাদের জনপ্রিয় একটি ফিচার আইফোনেও। ফিচারটি হলো স্পিডোমিটার এবং স্পিড লিমিট ডিসপ্লে।
গুগল ২০১৯ সালে প্রথম এই ফিচারটি আনে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে লঞ্চ করা হয়। এখন প্রায় সব দেশেই অ্যান্ড্রয়েড ইউজারডের জন্য উপলব্ধ স্পিডোমিটার এবং স্পিড লিমিট ডিসপ্লে। এবার আইফোন ও অ্যাপল কারপ্লেতে যোগ হলো সেই সুবিধা।
গুগল ম্যাপে এবার থেকে লাইভ স্পিডোমিটার এবং স্পিড লিমিট দেখা যাবে। লাখ লাখ গাড়ি চালকদের জন্য কার্যকরী হতে চলেছে সুবিধাটি। যারা এতদিন আইফোন এবং অ্যাপল কারপ্লে ব্যবহার করে আসছিলেন। আইওএস ভার্সন ৬.১২৩.০ আপডেট বা তার বেশি ভার্সনে পাওয়া যাবে সুবিধাটি। আইফোন ইউজারডের শুধু গুগল ম্যাপ ওপেন করতে হবে।
দেখে নিন স্পিডোমিটার এবং স্পিড লিমিট কীভাবে ব্যবহার করবেন-
>> প্রথমে গুগল ম্যাপস ওপেন করুন
>> তারপর উপরে প্রোফাইল পিকচার অপশন ক্লিক করতে হবে
>> এবার মেনু থেকে সেটিংস অপশনে যেতে হবে
>> সেটিংসে গিয়ে নেভিগেশন ও ড্রাইভিং অপশন সার্চ করে ক্লিক করুন
>> এখানে স্পিডোমিটার/স্পিড লিমিট আইকন থাকবে, সেখানে ক্লিক করতে হবে
>> এটি এনেবেল করে দিলেই ম্যাপে নেভিগেশন স্ক্রিনে ভেসে উঠবে স্পিডোমিটার
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)