• অর্থনীতি

ফরিদপুরে সপ্তাহের ব্যবধানে কাচা বাজারে দামের উঠানামা

  • অর্থনীতি
  • ১২ জুলাই, ২০২৪ ২০:৩৭:২৪

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সপ্তাহের ব্যবধানে  কাচা বাজার গুলোতে সবজিসহ বিভিন্ন নিত্যপন্যের দাম উঠানামা করেছে। 

শুক্রবার ( ১২ ই জুলাই)  বৃষ্টির কারনে শহরের বিভিন্ন বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম দেখা গেছে। 

সরেজমিনে গেলে দেখা যায়, শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে, হেলিপোট বাজার, মেডিকেল বাজার ও টেপাখোলা, বায়তুল আমানে বড় কাচা শাক - সবজি ও মাছ মাংসের বাজার বসে থাকে। 

আজ বাজারে পিয়াজ ১০০- ১১০ টাকা, মরিচ ২২০ টাকা, আলু ৬০ টাকা,পটল ৪০ টাকা, রসুন ২০০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা ,বেগুন ১২০ টাকা,  চন্দনী ৫০ টাকা, পেঁপে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এছাড়া ব্রয়লার ১৮০-৯০ টাকা , সোনালী মুরগী  ২৭০ টাকা , দেশি মুরগী ৫৫০ টাকা , খাশি গোশত ১০০০ টাকা, গরুর মাংসের ৭৫০ টাকা , ডিম ৩৬০ টাকা খাচিতে বিক্রি হচ্ছে।

কযেক দিনের বৃষ্টির কারনে বাজারে সরবরাহ কম থাকায় কাচা মালের দাম বেশি বলে দাবী বিক্রেতাদের। এজন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল না থেকে বৃদ্ধি হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo