• খেলাধুলা

নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড

  • খেলাধুলা
  • ১৪ মে, ২০২৪ ১২:৩২:১৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: জুন মাস শেষেই মেয়াদ শেষ হবে কোচ রাহুল দ্রাবিড়ের। যে কারণে জুলাই মাস থেকে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের পদ খালি হবে। শূন্য পদ পূরণে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা-বিসিসিআই। রোহিত শর্মাদের কোচ হওয়ার জন্য আগ্রহীদের আবেদনপত্র প্রেরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আবেদনপত্র প্রেরণের সময়ও নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। বলা হচ্ছে, রোহিতদের কোচ হতে হলে আবেদন জানানো যাবে ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন করতে পারবেন বর্তমান রাহুলও। আগামী ১ জুলাই থেকে নীলজার্সিদের দায়িত্ব নতুন কোচের হাতে দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবার কিছুটা লম্বা সময়ের জন্য কোচ নিয়োগের কথা ভাবছে বিসিসিআই। বোর্ড সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, কমপক্ষে ৩ বছরের জন্য চুক্তি করতে চায় তারা। এমনকি এবার বিদেশি কোচ নিয়োগেও আগ্রহ দেখাচ্ছে ভারত।

ভারতের কোচ হতে গেলে পূরণ করতে হবে যেসব শর্ত:

১. জাতীয় দলের হয়ে ন্যূনতম ৩০টি টেস্ট বা ৫০টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

২. কমপক্ষে ২ বছর যেকোনো টেস্ট খেলুড়ে দেশের (আইসিসি পূর্ণ সদস্যদের) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

৩. আইসিসির সহযোগী সদস্য বা আইপিএল অথবা সমমানের কোনো আন্তর্জাতিক লিগে কমপক্ষে ৩ বছর কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা
থাকতে হবে। তবে প্রথম-শ্রেণীর দল ও জাতীয় এ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও চলবে।

৪. বিসিসিআইয়ের সত্যতা যাচাইবাছাই পর্বের তিন স্তরের ধাপ পেরিয়ে আসতে হবে।

৫.বয়স ৬০ বছরের বেশি হতে পারবে না।

মন্তব্য ( ০)





  • company_logo