• সমগ্র বাংলা
  • লিড নিউজ

একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমনের সময় দুই যুবক নিহত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৭ এপ্রিল, ২০২৪ ১৭:৩১:৪৭

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমনের সময় দুইজন যুবক নিহত হয়েছে। আজ বুধবার সকালে একজনের লাশ দিনাজপুরের বোচাগঞ্জে এবং অন্যজনের লাশ টাঙ্গাইলের রেলওয়ে ষ্টেশনে উদ্ধার করেছে সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশ।

দিনাজপুরের রেলওয়ে থানার ইনচার্জ এমদাদুল হক জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুর হয়ে পঞ্চগড়ে যাবার সময় মঙ্গলবার রাতে বোচাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের কাছে মুরাদ হোসেন নামে একজন যুবক ছাদ থেকে নিচে পড়ে নিহত হয়েছে। আজ বুধবার সকাল তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।

নিহত যুবক মুরাদ হোসেন (১৮) ঠাকুরগাঁও জেলা সদরের কলেজ পাড়ার আবেদ আলীর ছেলে।

সম্ভবতঃ  ট্রেনের ছাদে ভ্রমনের সময়চলন্ত অবস্হায় কোন কিছুর সাথে আঘাত লেগে সে নিচে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে বলে ধারনা করছে রেলওয়ে থানা পুলিশ।

এছাড়াও পঞ্চগড় থেকে ছেড়ে আসা একই ট্রেন ঢাকার উদ্দেশ্য যাবার সময় টাঙ্গাইল জেলার রেলওয়ে ষ্টেশনে ছাদে রক্তাক্ত অবস্হায় হানিফ নামে আরেক যুবকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আকবর হোসেন জানান, সকালে একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে রক্তক্ত অবস্হায় পড়ে ছিল হানিফের লাশ।

হানিফ (২৭) জয়পুরহাট জেলার আমতলীর আব্দুল হান্নানের ছেলে।

পুলিশের ধারনা ট্রেনের ছাদে ভ্রমনের সময় শক্ত কোন কিছুর সাথে আঘাত লেগে হানিফ ছাদেই প্রাণ হারিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo