• সমগ্র বাংলা

স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের তাগিদ

  • সমগ্র বাংলা
  • ১৫ এপ্রিল, ২০২৪ ২০:৩৮:৫৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি বেসরকারি দপ্তরের সাথে নাগিরকদের সুসম্পর্ক তৈরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়েন যুগ্ম সচিব সৈয়দ মেহ্দি হাসান। 

আজ সোমবার দিনাজপুরে জেলা সমাজ সেবা'র আওতাধীন কর্মকর্তা অংশীজনের সমন্বয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে দেন। শহরের ঘাসিপাড়াস্হ জেলা সমাজ সেবা কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে ওই কর্মশালন অনুষ্ঠিত হয়েছে।  এতে সংশ্লিষ্ট জেলা উপজেলার কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং গনমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সুবিধাভোগিরা অংশ নেন। 

 প্রধান অতিথি যুগ্ম সচিব বলেন, জবাবদিহিতা এবং দুর্নীতি মুক্ত করতে তথ্য অধিকার আইনের আগে বাস্তবায়নধীন প্রকল্প এলাকায় সাইনবোর্ড ঝুলিয়ে প্রকল্প ব্যয় কাজসহ পুরো তথ্য জনগনকে জানানো হত। সিটিজেন চ্যাটারে উল্লেখ করা হয় কোথায় কার কাছে কি ধরনের কাজে সহযোগিতা মিলে। তথ্য অধিকার আইনে সব ধরনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে নাগিরকদের। তথ্য অধিকার আইন বাস্তবায়নের ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি করা এবং আইনের ব্যবহার জােরদার করার কাজটি এখন সময়ের ব্যাপার।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল হক। অন্যান্যদের মধ্যে সদরের উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, খানসামার উপজলা চেয়ারম্যান সফিকুল আলম চৌধুরী লায়ন, চিরিরন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, অনামিকা পান্ডে,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গােলাম নবী দুলাল, সাংবাদিক সালাহ উদ্দিন আহমেদ, কাশী কুমার দাস ঝন্টু, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, শহর সমাজসবা অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সমাজসবা অফিসার আসাদুজ্জামানসহ অন্যান্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo