ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে আল আমিন হোসেন (১২) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন হোসেন রামনাথপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে আল-আমিন বাড়ির পাশে একটি পুকুর গোসল করতে যায়। বন্ধুদের দেখাদেখি আল-আমিন পুকুরে লাফ দেয়। পুকুরের গভীরতা বেশি থাকায় সে তলিয়ে যায়। বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয়রা এসে আল আমিনকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আল-আমিন সাঁতার জানতো না। বন্ধুদের দেখাদেখি পুকুরের লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আল-আমিনের মৃত্যু নিয়ে আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)