ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত গতি পরীক্ষা শুরু করেছে স্পেশাল ট্রায়াল ট্রেন। শনিবার সকাল পৌনে ৯ টায় ট্রেনটি ছেড়ে যায় ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন থেকে।
এসময় ৬০ কিলোমিটার গতিতে ট্রেনটি ছুটে যায় যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে। ট্রেনটি আবার ভাঙা জংশন স্টেশনে ফিরে দুপুরে দ্বিতীয়বারের মতো যশোরের উদ্দেশ্যে রওনা দেবে। আজ দুইবার ট্রেনের এই ট্রায়াল সম্পূর্ণ করবে বলে রেলওয়ে সূত্র থেকে জানা গেছে।
এটিই প্রথম এই রুটে ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন।
ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯ টার দিকে ভাঙ্গা থেকে ৮৪ কিলোমিটার দূরের যশোরের রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশ্য ট্রায়াল শুরু করে ট্রেনটি। সেখানে পৌঁছানোর পর দশটার পরে আবার রওনা দেয়ার কথা রয়েছে। এই ট্রেনটি আজ পরপর দুইবার ট্রেনের টায়াল সম্পন্ন করবে। ট্রেনটি আবার আগামীকাল সকালে যশোরের উদ্দেশ্যে রওনা কবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায়...
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
মন্তব্য ( ০)