ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধানীতেও তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৮ ডিগ্রিতে। এ অবস্থায় মধ্যরাত থেকেই কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তরপূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, আজ থেকে কুয়াশা বেড়েছে। আগামী তিনদিন এরকম কুয়াশা থাকতে পারে। এছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর কুয়াশা কিছুটা কমতে পারে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থা...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্...
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে শীতা...
মন্তব্য ( ০)