• গণমাধ্যম

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সভা, কমিটি পুর্নগঠন

  • গণমাধ্যম
  • ২৯ মার্চ, ২০২৪ ২১:২৪:৪৯

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি জাহাঙ্গীর সেলিম  ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানিকে বহাল রেখে সর্বসম্মতিক্রমে নেটওয়ার্কের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠিত হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দ্যা বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম সুলতান আলম ও দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সবুজ বাংলার জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক বিডিনিউজ টাইমস ডটকমের জেলা প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, তথ্যপ্রযুক্তি সম্পাদক বিটিভির জেলা সংবাদদাতা তানিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশতথ্যের জেলা প্রতিনিধি রোমান আহমেদ, দপ্তর সম্পাদক ভিনিউজবিডির জেলা প্রতিনিধি এম. আলমগীর।

এছাড়া নেটওয়ার্কে ২১ জন সাধারণ সদস্য রাখা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে শহরের শহীদ হারুন সড়কে নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে একবছরের কাজের পর্যালোচনা উপস্থাপন করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডল, সহ-সভাপতি বাসসের জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান লিখন, জামালপুর দিনকালের সম্পাদক সাঈদ পারভেজ তুহিন, সাধারণ সম্পাদক সময়টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সংগঠনের অন্যতম সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ। 

প্রেসক্লাব জামাপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশরূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, সাংবাদিক এম. সুলতান আলম, আরিফ আকন্দ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাগর ফরাজী, আজকের পত্রিকার সাংবাদিক দোলন বিশ্বাস, স্বাধীন ভোরের সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা, আজকের দর্পণের সাংবাদিক বিল্লাল হোসাইন প্রমুখ। সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সাংবাদিক ও নেটওয়ার্কের সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি পুনর্গঠন করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo