প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে খেলার ছলে এক শিশুর খেলনার আঘাতে ৫ বছর বয়সি আরেক শিশুর প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন মামলা হয়নি।
প্রাণহানির শিকার শিশুটির নাম সিয়াম (৫) সে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর দক্ষিনপাড়ার জাকির হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক আহনাদ তাহমিদ জানান, শিশুরা খেলার সময় সুতলী জাতিয় দড়ির মাথায় ছোট রড বেঁধে চরকীর মত ঘুরানি খেলা খেলছিল। এসময় প্রতিবেশী আবুল হোসেনের একই বয়সি শিশু ওসমানের হাতের ঘুরানো চরকির রডের আঘাত সিয়ামের মাথায় লাগে। তৎক্ষণাৎ আত্মীয়স্বজনরা আহত তাকে স্হানীয় দলার দরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে প্রাণহানির শিকার শিশুটির পরিবারের কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, শিশুর মৃক্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনা জনিত ওই মৃত্যুর বিষয়ে অভিযোগ না করায় কোন মামলা রেকর্ড করা হয়নি।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)