ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পিতা-মাতার ভরণপোষণ আইনে থানায় মামলা করেছেন আজিরন বেওয়া (৭৫) নামের এক মা। শনিবার (১৬ মার্চ) মামলাটি করেন তিনি। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তার ছেলে হাফিজুর রহমান(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কয়েক বছর আগে মারা যান ওই মায়ের স্বামী আব্দুল গফুর।
এরপর থেকে ছেলের ওপর নির্ভরশীল তিনি।অথচ, পৌরসভার রামদাস ধনিরাম আদর্শপাড়া গ্রামে বসবাস করলেও তাঁর কোনো খোঁজখবর নেন না ছেলে হাফিজুর রহমান। ভরণপোষণ না দিয়েও জমি লিখে নেন। গত শনিবার পুনরায় জমি লিখে চাইলে মা থানায় এসে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার রাতে অভিযান চালিয়ে ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় শ্বশুরবাড়ী থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল &ndas...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালো...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
মন্তব্য ( ০)