ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে পবিত্র রমজানের প্রথম রোজায় ইফতার করলেন জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম। মঙ্গলবার ১২ মার্চ জেলা প্রশাসকের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সরকারি শিশু পরিবার বালিকায় এই ইফতারের আয়োজন করা হয়।
একই সময়ে টাঙ্গাইল শান্তি কুঞ্জ মোড় সংলগ্ন বেপারীপাড়া এলাকায় সরকারি শিশু পরিবার বালকেও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল হক চৌধুরী। ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের (বালিকা) শতাধিক শিক্ষার্থী ইফতারিতে অংশ নেন। ইফতারের পূর্বে সরকারি শিশু পরিবারের সকল শিশুদের প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়ে তাদের খোঁজ নেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহআলম, ইউএনও সদর হাসান বিন মোহাম্মদ আলী, এনডিসি আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, সাবরিন, নাহিয়ান জান্নাত ও সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাধায়ক তানিয়া আক্তার। ইফতারের পূর্বে শিশু পরিবারের ভাগ্য উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন নাজির মো. সিরাজুল ইসলাম।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)