ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ ফুলচাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম।
এর আগে একই দিন সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলচাঁন মিয়া (৫৫) সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের ফ্রান্স প্রবাসীর মেয়ে নবম শ্রেণীর ছাত্রী। ফুলচান মিয়া ফ্রান্স প্রবাসীর প্রতিবেশী এবং পাশাপাশি বাসার স্থানীয় বাসিন্দা। সেই সুবাদে পারিবারিক প্রয়োজনে প্রায়ই ধর্ষনের শিকার তরূনী আসামী ফুলচাঁন মিয়ার বাসায় যাওয়া আসা করত। ফ্রান্স প্রবাসীর ভাই দেশে ছুটিতে আসার সুবাদে প্রতিবেশীদের প্রত্যেকের ঘরে ঘরে চকলেট বিতরন করেন। ওই তরুনী চকলেট নিয়ে গত ০৮ জানুয়ারি ফুলচাঁন মিয়ার বাসায় রুমের ভিতর গেলে আসামী তার বাসায় কোন লোক না থাকায় সুযোগ নিয়ে তার রুমের দরজা জানালা লাগিয়ে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে কৌশলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় তরূনীর দাদা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষন...
মন্তব্য ( ০)