• অর্থনীতি
  • লিড নিউজ

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৮ শতাংশ

  • অর্থনীতি
  • লিড নিউজ
  • ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪০:১৬

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) বেড়েই চলছে। গত ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬ টি। যা তার আগের অর্থবছরে ছিল আট হাজার ৫৭১টি। শতকরা হিসেবে বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)। 

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে পাঁচ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ শতাংশ। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮০টি।

এসময় উপস্থিত ছিলেন বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo