• সমগ্র বাংলা

গাছে ঝুলছিল নয়নের মরদেহ, উদ্ধার করল পুলিশ 

  • সমগ্র বাংলা
  • ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৭:৩৪

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নয়ন পাল (৫৮) নামের এক ব্যক্তির গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ ফেব্রুয়ারি সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন পাল ও এলাকার মৃত নিধুবন পালের ছেলে।   

স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নয়ন পাল বেশ কিছুদিন থেকে বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন। ফলে ধরেছিল মানসিক রোগে। ছিল পারিবারিক অশান্তি। তিনি প্রতিদিনের মতো সকলের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর কোনো একসময় সে বাহিরে যায়। সকালে এলাকাবাসী দেখতে পায় নয়ন একটি গাছের সাথে গলায় রশি অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শোনা যাচ্ছে নিহত নয়ন মানসিক রোগে ভুগছিলেন। তারপরও তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo