• সমগ্র বাংলা

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা

  • সমগ্র বাংলা
  • ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:০৬:২২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজন ও ইউনিসেফের অর্থায়নে নাজিমখান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামের সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নাজিমখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাজিমখান ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ।

মন্তব্য ( ১)





image
  • company_logo