ফাইল ছবি
ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের বায়েজিদ সাইকিয়াট্রি হাসপাতাল ও ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া চক্ষু হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। শিগগিরই হাসপাতাল দুটি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১০ দিনের মধ্যে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশের লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল &ndas...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালো...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
মন্তব্য ( ০)