ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি পুরোনো জনপ্রিয় গাড়ির নতুন এডিশন আনলো। মারুতি সুজুকি ফ্রনক্স ভেলোসিটি এডিশন। এক্সটিরিয়র এবং ইন্টিরিয়রে আমূল পরিবর্তন হয়েছে নতুন গাড়ি। যোগ হয়েছে একাধিক আপডেট। মূলত গাড়িতে অতিরিক্ত ১৬টি অ্যাক্সেসরিজ অফার করেছে মারুতি সুজুকি।
নতুন অ্যাক্সেসরিজগুলোর মধ্যে রয়েছে গ্রে ও ব্ল্যাক এক্সটিরিয়র স্টাইলিং কিট, ডোর ভাইসর, ওআরভিএম কভার, হেডল্যাম্প গার্নিশ, ইলিউমিনেটেড ডোর সিল গার্ড, রেড ড্যাস ডিজাইনার ম্যাট, থ্রিডি বুট ম্যাট, স্লিভ সিট কভার, ফ্রন্ট গ্রিল গার্নিশ ইত্যাদি।
গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে দু’রকম বিকল্প- ১.২ লিটার পেট্রোল এবং ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এছাড়াও একটি ৯০এইচপি ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ফ্রঙ্কসে রয়েছে। যা বিভিন্ন মারুতি গাড়িতে কাজ করে। এই ইঞ্জিনটি একটি ৫-স্পিড ম্যানুয়াল বা ৫-স্পিড এএমটি যুক্ত।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)