• সমগ্র বাংলা
  • লিড নিউজ

বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশি দুই নারীর লাঠির আঘাতে কৃষক নিহত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৫:৫৯

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দঁড়ি খুলে দেওয়ার দ্বন্দ্বে প্রতিবেশি দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘন গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও পেশায় একজন কৃষক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারঘন গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দঁড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েকঘণ্টা পর পালে থাকা ৮ টি ভেড়া তিনি খুঁজেও পান। এরপর তিনি নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে দঁড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন ও উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বুধবার বিকেলে আবারও ভেড়ার পালের দঁড়ি খুলে দেওয়ার জের ধরে ববিতা তার প্রতিবেশি চামেলিকে নিয়ে ফাতেমাকে মারপিট শুরু করে। মেয়েকে উদ্ধার করতে আসলে আমজাদকে লাঠিসোটা দিকে  মারধর করা হয়। পরে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ 

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই নারীর লাঠির আঘাতে আমজাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। এই ঘটনায় রাত ১ টা পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য ( ০)





  • company_logo