• সমগ্র বাংলা

রংপুরে শিল্প ও বানিজ্য মেলা বন্ধের দাবি!

  • সমগ্র বাংলা
  • ৩০ জানুয়ারী, ২০২৪ ১৪:৪৩:১৩

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগরের সকল ব্যবসীরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে।রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবি এই আন্দোলন কর্মসুচি পালন করছেন তারা।

আজ মঙ্গলবার(৩০ জানুয়ারী)দুপুরে নগরীর সিটি প্লাজা মার্কেটের সমিতির অফিসে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ দো্কান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও রংপুর মহানগর শাখার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জানান গত দুই মাস আগে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে শিল্প ও বাণিজ্য মেলা করেছেন।আবার দুই মাস পর রংপুর চেম্বার অফ কমার্স পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি গ্রহণ করছেন।এর প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতিসহ সকল স্তরের ব্যবসায়ীরা মানববন্ধন বিক্ষোভ সহ নানাবিদ কর্মসূচি পালন করছেন বলে দাবি করেন তিনি।এ আন্দোলনে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মেস্তাফিজার রহমান মোস্তফা এক সাথে হয়ে মানববন্দনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

গত রোববার দুপুরে নবাবগঞ্জ বাজারের সামনে সিটি মেয়র বক্তব্যে বলেন ব্যবসায়ীদের স্বার্থে রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিল ও আমি নিজেই আন্দোলনে থাকবে।তিনি আরও বলেন এই মেলা বন্ধ না করা হলে রাজপথ রেলপথসহ সকল ব্যবসায়ী প্রতিষ্টান বন্ধ করার ঘোষনা করা হবে।এক সাথে কঠোর আন্দোলন করারও ঘোষনেও দেন মেয়র্। তবে মেলা বন্ধের দাবিতে রংপুরের বিভিন্ন মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা জেলা প্রশাসক,সিটি কর্পোরেশন ও প্রশাসনিক কর্মকর্তাদের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।  বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর মহানগর শাখার যুগ্ন সাধারন সম্পাদক তানবীর হোসেন আশরাফী জানান,রংপুরের সকল স্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এই মেলা বন্ধের প্রতিবাদ জানাচ্ছি।গত দুই বছর আগে করোনা কালীন সময়ে কোন ধরনের ব্যবসা বাণিজ্য না পেরে সর্বস্বান্ত হয়েছি।অন্যদিকে রাজনীতির দ্বিধাদ্বন্দ্বে গত দুই-তিন মাস  হরতাল অবরোধে ব্যবসীরা ব্যবসা বাণিজ্য করতে পারেনি।হরতালের সময় রংপুরের সকল ব্যবসায়ীরা কোন ধরনের ব্যবসা করতে না পারায়,তাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছিলেন।ওই সময় দোকান ভাড়া ও বিদুৎ বিল কর্মচারীর বেতন বিভিন্ন ধরনের ব্যাংক ও এনজিও ঋণীনে পরিণত হয়ে ক্ষতিগ্রস্ত ও জরজরিত হয়েছে তারা।আবারো রংপুরে  একটি ব্যবসাযী নাম ধারী সংগঠন ও ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেন।

আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবগত করতে চাই।ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে।এরপরও আরেকটি রংপুরে শিল্প ও বাণিজ্য অনুষ্ঠিত হচ্ছে।এ বিষয়টি আপনার নজরে নেওয়ার জন্য অনুরোধ করছি।  বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও রংপুর জেলা শাথার সাধারন সম্পাদক,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ বক্তব্য রাখেন-আগামী ১৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই পরীক্ষা চলাকালীন সময়ে শিল্প ও বাণিজ্য চলতে পারে না।বাংলাদেশের এরকম কোন নজীর নেই পরীক্ষার সময় মেলা চালায়।এর মধ্যে মেলার পাশেই ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আগামী ৩১ জানুয়ারীর মধ্যে মেলা বন্ধ করা না হলে আগামী পহেলা ফেব্রয়ারী-২৪ইং তারিখ সকাল ৬টা থেকে দুপুর দুইটা ২ টা পর্যন্ত রংপুরের সকল ব্যবসায়ীদের ঢাকে সবধরেন ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করবো।একই সাথে রংপুর  জেলা পরিষদ সুপার মার্কেট চন্তরে সকল স্তরের ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট শান্তিপুর্ণ ভাবে পালন করা হবে।এরপরও যদি মেলা বন্ধ করা না হয় অনির্দিষ্ট কালের জন্য  পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে জানান তিনি।

এসময় রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সাধারন সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ রংপুরের সকল ব্যবসায়ীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo