• সমগ্র বাংলা

রংপুরে আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৭ জানুয়ারী, ২০২৪ ১৭:৩৭:৩৭

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ গত ১৫ দিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে উষ্ণতা শীত নিবারনের আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যূ হয়েছে বলে জানান চিকিৎসক।কর্মরত চিকিৎসক জানান,মৃত্য আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে ১৯ দিন আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি হয়েছিলেন।

শনিবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বিশেষঞ্ঝ ডা.মো:শাহীন শাহ।মৃত্যু আলেয়া বেগম রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মৃত সিরাজুল হকের স্ত্রী বলে জানাগেছে।

পরিবার ও মেডিকেল বার্ণ ইউনিটের সূত্রে জানা যায়, নিহত আলেয়া বেগম বাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি।তাকে দ্রুত আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।চিকিৎসক জানান তার শরীরের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বাচানে সম্ভব হয়নি।দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর মারা গেছেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo