প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার নিচে চাপা পড়ে রুমান নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রুমান জামালপুর জেলার সদর উপজেলার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে তার বাবা-মার সাথে গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। শিশুর বাবা নাজিম উদ্দিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
জানা যায়, নিহত রুমান আজ সকালে সে তার নানির সাথে বাড়ীর বাইরে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা রুমানকে চাপা দিলে সে সড়কে পড়ে যায়। এসময় অটোরিকশা উল্টে তাঁর উপর পড়লে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় নিহতের স্বজনদের কেউ আবেদন করেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)