ছবিঃ সিএনআই
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়নে ১০০ জন দুস্থ, অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাদানা গ্রামের সুশীলন অফিসে সুশীলনের সঞ্চয় ও ঋণ কার্যক্রম এর মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সভাপতি ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস, ইলাদেবি মল্লিক, কনিকা রানী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন এই প্রচন্ড শীতে কাঁপছে দেশ। এমন পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কয়েক বছর আগে মানুষের খাওয়ার কষ্ট ছিলো কিন্তু এখন মানুষের খাওয়ার অভাব না থাকলেও শীতে কষ্ট পাচ্ছে। সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বলেন সুশীলন সর্বদা মানুষের পাশে থাকবে। উপকূলের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে একট...
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুত...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিকের ...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের পশ্চিম বড়ু...
মন্তব্য ( ০)