• সমগ্র বাংলা

চাটমোহরে ফসলী জমিতে পুকুর খনন করায় জরিমানা

  • সমগ্র বাংলা
  • ২৩ জানুয়ারী, ২০২৪ ২০:৪৪:৫৯

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় এক্সেভেটরের চালক সোলাইমান হোসেন (৩৫) কে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে ৭৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন তিনি। পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। 

মন্তব্য ( ০)





  • company_logo