• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ঘনকুয়াশা ও শীতে বেড়েছে দূর্ভোগ

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২৪ ১৭:৫৮:১৩

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তর- পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সাথে সীমান্ত ঘেষা পঞ্চগড়ে আবারো জেঁকে বসেছে শীত। সাথে বৃষ্টির মত ঝড়ে পড়া ঘনকুয়াশায় ঢেকে গেছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের মুখ দেখা মিলছে না। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে স্থবিরতা।

রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রাস্তাঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে বৃষ্টির মত ঝড়ছে ঘনকুয়াশা। সকাল থেকে এ পর্যন্ত হালকা কুয়াশা লেগে আছে দেখা দেয়নি সূর্য। এতে করে দূর্ভোগে পড়েছে এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ।

এদিকে গ্রামাঞ্চলে শীতের প্রকোয়ে অনেকটাই স্থবিরতা দেখা মিলেছে। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে অনেকেই কৃষি কাজে যেতে পারছেন না মাঠে। গরু-ছাগল গুলো অনেকটা জুবুথুবু হয়ে গেছে আবার সাংসারিক কাজেও অনেকটাই স্থবিরতা দেখা দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, হিমালয়ের কাছে এ জেলা অবস্থিত হওয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আগামীতে আরো বাড়বে। তবে আজ রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছি, পাবনার ঈশ্বরদী এবং রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বলেও জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo