ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ স্পেশাল চাইল্ড! মানে সে আট-দশটা শিশুর মত স্বাভাবিক নয়। তবে কি সে অস্বাভাবিক? মোটেও নয়! বিধাতা তাকে স্বাভাবিক বানাননি, অস্বাভাবিক বানিয়েছেন, এইটা তো তার দোষ নয়। এমনই সারমর্ম নিয়ে বিটিভিতে ২০ জানুয়ারী ২০২৪ রাত ৯ টায় প্রচারিত হবে “মৌনতার মন ভাঙে না”। বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় রাজীব মণি দাসের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী সাইফ আহমেদ।
অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, মোহাম্মদ বারি, সুজাত শিমুল, নিথর মাহবুব, সাহেলা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার, অপ্সরা শিকদার সহ আরও অনেকে। মৌনতা দেখতা রুপবতী একটি মেয়ে। সে বাকপ্রতিবন্ধী, তবে কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। আমাদের সমাজের প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। সে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস নামের একটি ছেলের সাথে মৌনতার সম্পর্ক হয়। প্রতিবন্ধী একটি মেয়েকে কায়েসের পরিবার মেনে নিতে পারে না। এভাবেই এগিয় যায় গল্প।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)