• সমগ্র বাংলা

কম্বল নিয়ে শীতার্তদের মাঝে রেল স্টেশনে ছুটে গেলেন ইউএনও

  • সমগ্র বাংলা
  • ১৮ জানুয়ারী, ২০২৪ ১৪:৪৭:০৮

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে সারাদেশে বাদ যায়নি ঢাকার লাগোয়া জেলা গাজীপুরও সারাদেশের মত এই জেলাটিও এবার শীতের তীব্রতা ভালই এরই মধ্যে গত এক সপ্তাহ থেকে দেখা মিলছে না সূর্যের শীতে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্ রা বিশেষ করে ছিন্নমূল মানুষেরা তবে কনকনে শীতের এমন রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান শীত বস্ত্র (কম্বল) নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেলেন আড়িখোলা রেলওয়ে স্টেশনে। সেখানে তিনি ছিন্নমূল ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন। 

এছাড়াও উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাজনগর ও সোমবাজার এলাকার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শীতার্ত ১১১টি পরিবারের মাঝে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন অন্যদিকে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার ২৮০টি কম্বল বিতরণ করেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আড়িখেলা রেলওয়ে স্টেশন, রাজনগর ও সোমবাজার  আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শীতার্ত পরিবারে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন ইউএনও মো. আজিজুর রহমান এ সময় তিনি শীতার্ত মানুষদের গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন ইউএনও ছাড়াও এ সময় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, উপজেলা সহকারী কমিশনার উম্মে হাফছা নাদিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আজিজুর রহমান বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায় ভাবে জীবন যাপন করে থাকেন তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এ সকল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo