• জাতীয়
  • লিড নিউজ

মানিকগঞ্জে ট্রাক সিএনজি সংঘ‌র্ষে নিহত ৩

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৮ জানুয়ারী, ২০২৪ ১৫:২০:৫৮

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি চালক ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও ৩ জন যাত্রী আহত হয়েছে।  আহতদের মা‌নিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত ইয়াসিনের ছেলে অটোচালক শাহীন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাও গ্রামের জসিম তালুকদার এবং তার পাঁচ বছর বয়সী নাতি ইয়াসিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সিএনজি ৬ জন যাত্রী নিয়ে যাওয়ার প‌থে আউটপাড়া মোড় এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির আরও ৩ যাত্রী গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন মারা যায়। মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo