• সমগ্র বাংলা
  • লিড নিউজ

চট্টগ্রামের ১৬ টি আসনে ১২ টিতে নৌকা ,ঈগল-২ লাংগল-১, কেতলী-১

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৮ জানুয়ারী, ২০২৪ ১৩:৫২:৪৬

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রাম-১ (মিরসরাই) নৌকা প্রতিকে মাহবুবু-উর-রহমান ৮৯,০৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী (ইগল) মোহাম্মদ গিয়াস উদ্দি ভোট পেয়েছেন,৫২,৯৯৫ ।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) নৌকা প্রতিকে ১,০০৬৮৫ ভোট পেয়ে খাদিতাজুল আনোয়ার সনি বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি (তরমুজ)হোসাইন মো:আবু তৈয়ব ভোট পেয়েছেন, ৩৬,৫৬৬ , চট্টগ্রাম-৩(সন্ধীপ) নৌকা প্রতিকে ৫৪,৭৫৬ ভোট পেয়ে মাহফুজুর রহমান জিয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ইগল প্রতিকের মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী ভোট পেয়েছেন ২৮,০৭০ চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড-নগর আংশিক) নৌকা প্রতিকে ১,৪২,৭০৮ ভোট পেয়ে এস,এম,আল-মামুন বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি লাংগল প্রতিকে দিদারুল কবির ভোট পেয়েছেন ৪,৮৮০ চট্টগ্রাম-৫ (হাটহাজারী-নগর আংশিক) লাংগল প্রতিকে ৫০,৯৭৭ ভোট পেয়ে ব্যারিষ্ট্রার আনিছুল ইসলাম মাহমুদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি মুহাম্মদ শাহজাহান চৌধুরী ভোট পেয়েছেন ৩৬,২৫১ ।

চট্টগ্রাম-৬ (রাউজান) নৌকা প্রতিকে ২,২১,৫৭২ ভোট পেয়ে এ বি,এম,ফজলে করিম চৌধুরী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) শফিউল আজম ভোট পেয়েছেন ২৬৫৪ ভোট। চট্টগ্রাম-৭(রাংগুনিয়া) নৌকা প্রতিকে ড,হাছান মাহমুদ ১৯৮,২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্ধন্ধি মোমবাতি প্রতিকে ইসলামী প্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান ৯৩০১ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক)) কেতলী প্রতিকে ৭৮,২৬৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ফুলকপি প্রতিকে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার ভোট পেয়েছেন ৪১,৫০০ ।

চট্টগ্রাম-৯(কোতয়ালী- বাকলিয়া)নৌকা প্রতিকে ১,৩০,৯৯৩ ভোট পেয়ে ব্যারিষ্ট্রার মহিবুল হাসান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি লাংগল প্রতিকে সানজীদ রশিদ চৌধুরী ভোট পেয়েছেন ১৯৮২ । চট্টগ্রাম-১০(ডবলমুরিং- পাহাড়তলী) নৌকা প্রতিকে ৫৪,০২৪ ভোট পেয়ে মো:মহিউদ্দিন বাচ্চু বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি (ফুলকপি)স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ভোট
পেয়েছেন, ৩৯,৫৩৫ । চট্টগ্রাম-১১(বন্দর-পতেংগা) এম আবদুল লতিফ নৌকা প্রতিকে ৫১,৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী কেটলী প্রতিকে জিয়াউল হক সুমন ভোট পেয়েছেন ৪৬,৫২৫ ।

চট্টগ্রাম-১২ (পটিয়া) নৌকা প্রতিকে ১,২০,৩১৩ ভোট পেয়ে মোতাহেরুল ইসলাম বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী (ইগল) সামছুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৩৫,২৪০ । চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্নফুলী) বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকে ১,৮৭,৯২৫ ভোট পেয়ে সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী ।নিকটতন্ত্রী আবুল হোসাইন(মোমবাতি ভোট পেয়েছেন ৫১,১৪১ চট্টগ্রাম-১৪(চন্দনাইশ সাতকানিয়া) বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম নৌকা প্রতিকে ৭১,১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ভোট পেয়েছেন ৩৬,৮৮৪ ।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব (ইগল) ৮৫,৬২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ভোট পেয়েছেন ৩৯,২৫২ চট্টগ্রাম-১৬ (বাশঁখালী)ইগল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ৫৭,৪৯৯ ভোট পেয়ে মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আবদুল্লাহ কবির লিটন ভোট পেয়েছেন
৩২,২২০ উল্লেখ্য যে, চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের এই নির্বাচনে নৌকায়-১২ ইগল-২,লাংগল-১ কেটলী- ১ প্রতিকে বিজয়ী হন।তবে সাবেক হুইফ সামছুল হক চৌধুরী ও সাতকানিয়ার আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বাশঁখালীর মোস্তফিজুর রহমান হেরে যাওয়ার বিষয়টি আলোচিত বেশী হচ্ছে। মোহাম্মদ মোজাহেরুল কাদের

মন্তব্য ( ০)





  • company_logo