• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় ৩৫৪ টি ভোটকেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম রাত পোহালেই ভোট

  • সমগ্র বাংলা
  • ০৬ জানুয়ারী, ২০২৪ ১৭:১৬:০০

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় কঠোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির কড়া নজরদারিতে  সবকটি ভোটকেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। চুয়াডাঙ্গার  নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে অফিসার সহ ১ হাজার ১৪৬ জন পুলিশ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী অফিসার সহ ২ শত ৬১ জন সদস্য, ও  ,বিজিবির ১ শত ৩৫ জন সদস্য , দুটি আসনে র‍্যাবের মোট ৬ টি টিমে অফিসার সহ ৫৮ জন সদস্য, আনসার ব্যাটালিয়নের ৬৪ জন সদস্য অঙ্গীভুত আনসার ভিডিপি নারী ও পুরুষ মিলে মোট ৪ হাজার ২২৮ জন সহ বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারিতে থাকবে ভোটের মাঠের ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো। অতিরিক্ত পুলিশ সুপার নজিম উদ্দীন আল আজাদ আরও জানান ৩৫৪ টি ভোটকেন্দ্রের ২০৫ টি ভোটকেন্দ্র কে ঝুকিপূর্ণ এবং ১৪৯ টি কেন্দ্র ঝুঁকিমুক্ত রয়েছে।

চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসনে নির্বাচন কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম সক্রিয় থাকবে। নির্বাচনী  সকল  প্রস্তুতির বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রাশসক ড. জানান সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত  চলবে ভোটগ্রহন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সুষ্ঠু পরিবেশে  ভোটাররা ভোট দিতে পারবে সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo