ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। নিজেকে রঙিন করতে না পরলেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচে শান মাসুদের দল হেরেছিল যথাক্রমে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে।
৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে প্রথম ইনিংসের মতো তাদের দ্বিতীয় ইনিংসে দলের হাল ধরতে দেননি লায়ন-কামিন্সরা। চতুর্থ দিনের দলের খাতায় ৪২ রান যোগ করতেই লায়নের শিকার হয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামে তার ইনিংস।
রিজওয়ানের বিদায়ের দুই বল পরই কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন জামাল। ৪৭ বলে ১৮ রানে থামেন তিনি। এর পর হাসান আলীকে (৫) লায়ন বোল্ড করলে ১১৫ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে রিজওয়ানের ৮৮ ও জামালের ৮২ রানের কল্যাণে ৩১৩ রান তুলেছিল তারা।
অন্যদিকে প্রথম ইনিংসে ২৯৯ রান করা অজিদের সামনে লক্ষ্য ছিল ১৩০ রানের। সহজ লক্ষ্যে মাঠে নেমে সাজিদ খানের বলে শুরুতেই এলবিডব্লিউর ফাঁদে উইকেট হারান উসমান খাজা। ৬ বল মোকাবিলা করে কোনো রান না তুলে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে সহজ জয় নিশ্চিত করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুজনই তুলে নেন ফিফটি। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে পারতেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার।
অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদের বলে আউট হন ওয়ার্নার। তাতে ৭৫ বলে ৫৭ রানে থামে তার শেষ টেস্টের ইনিংস। মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাতে শীতার্তদের কষ্ট...
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
মন্তব্য ( ০)