• সমগ্র বাংলা

ফেনীতে স্কুলে আগুন দেওয়ার ঘটনা নির্বাচনী নাশকতা নয়: পুলিশ সুপার

  • সমগ্র বাংলা
  • ০৬ জানুয়ারী, ২০২৪ ১২:৫২:৪৪

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিস সহকারী (পিয়ন) আবু বক্কর সিদ্দিক সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় সর্বত্র আলোচনায় ছিল। এ আগুনের ঘটনাকে নাশকতা বলে ধারণা করা হচ্ছিল। তবে শুক্রবার রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়।

পুলিশ সুপার জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক সবুজ নিজেই আগুন দিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি এই সময়কে বেছে নিয়েছেন।

অফিস সহকারী কিছু নথিপত্র নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিলেন বলেও জানান পুলিশ সুপার জাকির হোসেন।

শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মন্তব্য ( ০)





  • company_logo