ছবিঃ সংগৃহীত
ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের মধ্যম চাঁড়িপুর এলাকায় এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) হারুনুর রশিদকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়ে। শিশুটির মা জানান, স্বামী চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে মোলভী ইব্রাহিম সড়কের এক বাসায় ভাড়া থাকেন তিনি।
প্রতিবেশী শেখ কামালের বাসায় ভাড়া থেকে শহরের বিভিন্ন স্থানে পিঠা বিক্রি করেন হারুনুর রশিদ। এ সুবাদে হারুনের পিঠা তৈরির বিভিন্ন মসলা ও ভর্তা তৈরি করে দেন ওই শিশুর মা। তার কাছে দুদিনের কাজের পাওনা টাকা নিতে রোববার সকালে মেয়েকে হারুনের বাসায় পাঠান।
টাকা দেওয়ার কথা বলে বাসার ভেতরে নিয়ে মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ফিরতে দেরি হওয়ায় ডাকাডাকি করলে হারুন তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ফেনী মডেল থানার (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণচেষ্টার মামলায় হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)