• সমগ্র বাংলা

চরঞ্চলের হাসপাতাল নির্মান করতে চাইলেন ট্রাক মার্কার প্রার্থীঃ বুবলী

  • সমগ্র বাংলা
  • ০১ জানুয়ারী, ২০২৪ ১৯:৪৩:১৭

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্ধের পর থেকে গাইবান্ধা-৫ আসনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। এ আসনে  প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়েও প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রচার-প্রচারনায় ব্যস্ত সময়গুলোর মধ্যে শুধুমাত্র ভোটারদের বাড়ি-বাড়ি ভোট চাওয়া, পোস্টার ও মাইক বাজিয়ে প্রচারণায় সীমাবদ্ধ নেই প্রার্থীরা। প্রচার চালাচ্ছেন অনলাইন প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমেও। নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছেন।

সোমবার (১ জানুয়ারি) গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা)আসনের স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী ফারজানা রাব্বি বুবলী উঠান বৈঠকে হাজারো জনতার ঢল নামে।নিয়মিত প্রচার-প্রচারণা অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নে বেপারী পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।তার উঠান বৈঠকে অংশ নেন চরাঞ্চলের যুবক ভোটার,বৃদ্ধ-বৃদ্ধা সহ সর্বস্থরের জনসাধারণ। 

এসময়ে এক বক্তব্যে ট্রাক মার্কার প্রার্থী ফারজানা রাব্বি বুবলী বলেন, পিতার স্বপ্ন ছিল চরাঞ্চলকে উন্নয়নের ধারায় রোলমডেল পরিনত করা।তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের মাঠে নেমেছি। বর্তমানে নির্বাচনী মাঠে তার ট্রাক মার্কার গনজোয়া সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন।সেই সঙ্গে নির্বাচিত হতে পারলে ফুলছড়ি চরঞ্চলের সুচিকিৎসার নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল নির্মান করতে চাইলেন।

মন্তব্য ( ০)





  • company_logo