• উদ্যোক্তা খবর

শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট

  • উদ্যোক্তা খবর
  • ২৮ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৮:০৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো কুড়িগ্রাম সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট। বৃহস্পতিবার দুপুরে রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ মাঠে ৪ শতাধিক অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দন। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান,  রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের উপদেষ্টা মো: নূরুল আমিন খান, শিক্ষক, কর্মচারী, কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা রেজওয়ানুল হক  নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন বলেন, “প্রতি বছরই কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ অন্যান্য জেলার থেকে বেশি থাকে। এখানকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র। আমাদের কলেজের রেডক্রিসেন্ট ইউনিটের মতো অন্যান্য সংগঠনগুলো এবং সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা কিছুটা হলেও শীতকষ্ট থেকে মুক্তি পাবে।” 

শীতবস্ত্র পাওয়া শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এই শীতবস্ত্রের মাধ্যমে এখন তারা কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবেন।

মন্তব্য ( ০)





  • company_logo