• উদ্যোক্তা খবর

ফেনীতে অসহায় শীতার্ত মানুষের পাশে পুনাক

  • উদ্যোক্তা খবর
  • ২৭ ডিসেম্বর, ২০২৩ ২০:০৩:১৬

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক।  জেলা পুনাকের উদ্যোগ নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। বুধবার  (২৭ডিসেম্বর) জেলার সোনাগাজী উপজেলায় কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।  

দক্ষিণ চর চান্দিয়া আজিজুল হক মাইমুন আরা জুনিয়র হাই স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পুনাক ফেনী জেলার সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ কর্মসূচির পৃষ্ঠপোষক মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসী বাংলাদেশির প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের  পরিচালক নাসরিন সুলতানা। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফেনীর সহধর্মীনি উখিং মারমা, থানা পুনাক নেত্রী মুক্তা রায়, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, আল বারাকা গ্রুপের পরিচালক ও প্রবাসী সিআইপি আবু ইউসুফ।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন অসহায়  শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি নুসরাত রহমান বলেন, 'আমরা আছি তোমাদের সাথেই' এই স্লোগানকে সামনে রেখে  বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত করছে। সে ধারাবাহিকতায় পুনাক ফেনী জেলা অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি হাতে নিয়েছে।  

শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে,  এ উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।

মন্তব্য ( ০)





  • company_logo