• শিক্ষা

মিরসরাইয়ে ৬টি কেন্দ্রে ২০৯১জন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন

  • শিক্ষা
  • ০১ ডিসেম্বর, ২০২৩ ১৯:০১:৪৫

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৫তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার ১ ডিসেম্বর একযোগে ৬টি কেন্দ্রে ২০৯১জন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১০ঘটিকা থেকে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। ১ম শ্রেণির ১৭৪জন, ২য় শ্রেণির ২১৭জন, ৩য় শ্রেণির ২৪৫জন, ৪র্থ শ্রেণির ৩৪০জন, ৫ম শ্রেণির ৩৪৯জন, ৬ষ্ঠ শ্রেণির ১৯৬জন, ৭ম শ্রেণির ১৮০জন, ৮ম শ্রেণির ১৪৬জন, ৯ম শ্রেণির ১৩৯জন এবং ১০ম শ্রেণির ১০৫জনসহ সর্বমোট পরীক্ষার্থী ২০৯১ জন। 

পরীক্ষা নিয়ন্ত্রক মীরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিটি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব, ৮৮জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য উক্ত কর্মকান্ডের যাবতীয় দায়িত্ব পালন করেন।

বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৯১জন, কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হুদা, সহকারী সচিব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আজিম উদ্দিন, বারইয়ারহাট কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭৬জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সহকারী সচিব সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন শামীম, মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬২২জন, কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন, সহকারী কেন্দ্র সচিব হোসাইন সবুজ ও সংগঠনের যুব ও ক্রীড়া সম্পাদক নুর-এ-জাহেদ, জোরারগজ্ঞ জেবি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩২৭জন, কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র সরকার, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ ও মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৭৬জন, কেন্দ্র সচিব মো. বাহার উদ্দিন ভূইয়া, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের কোষাধ্যক্ষ সবুজ কুমার সেন ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ২৯৯জন, কেন্দ্র সচিব মাওলানা একরামুল হক, সহকারী সচিব সংগঠনের সিনিয়র সদস্য ও উপজেলা মাস্টার ট্রেইনার জিয়া উদ্দিন ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ।

 

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লা রিপন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, শান্তিনীড় পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মীর্জা জসীম উদ্দিন, মারূফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পৃষ্ঠপোষক নুরনবী ভূইয়া, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, ইন্জিনিয়ার হামিদুল ইসলাম, কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, পৃষ্ঠপোষক শাহাদাৎ হোসেন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মকছুদ আলম শাহীন, অভিযান ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, সাংবাদিক মাঈন উদ্দিন, রাজীব মজুমদার, দিদারুল আলম, অজয় কুমার দাশ, সাদমান সময়, আজিজ আজহার, মেহেরাজ উদ্দিন, শাফায়েত মেহেদী, শিবলু প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন কার্যনির্বাহি সদস্য রাজু কুমার দে, শাহীনুল ইসলাম রোমেল, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, পৃষ্ঠপোষক সদস্য অশোক কুমার রায়, ছলিম উল্লাহ, ওমর ফারুক, শহীদুল ইসলাম রিপন, সিনিয়র সদস্য দীন মোহাম্মদ, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, জহির উদ্দিন, রফিকুল ইসলাম, ফজলুল করিম, আবু বক্কর ছিদ্দিক রিশাত, ঈসমাইল হোসেন খোকন, বিপ্লব মোহাম্মদ ইদ্রিস, আবদুর রহিম, মো. ইস্রাফিল, আক্তারুজ্জামান টিটু, ফিরোজ মাহমুদ, আবদুল আজিজ, মো. জাকির হোসেন, ইনজামুল কাদের মিরাজ, মেহেদী হাসান, সরোয়ার মাহবুব, কাজী রাসেল, নাজমুল হোসেন, মো. মাসুম সোহান, মো. নুর সালমান লিমন, ফাওয়াজ নিজামী প্রমুখ।

 

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৫বছর অত্যন্ত দক্ষতা, সুনাম ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে। সংগঠনের নিজস্ব সফটওয়ারের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিতে বৃত্তি পরীক্ষার নিবন্ধন ও ফলাফল প্রকাশিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo