ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম মাহবুবুল আলম রতন বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষের যাত্রা শুরু করেছেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
জানা যায় গতকাল রোবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজ দুইহাজার সালে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট।সেই থেকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলী সরকার এ প্রতিষ্ঠানের কান্ডারী হিসেবে গুরুবার বহন করে আসছেন। নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে দীর্ঘ ১০ বছর বিনা পারিশ্রমিকে তিল তিল করে এ কলেজ গড়ে তুলেন।এ ঝাক তরুণ মেধাবী শিক্ষক -শিক্ষিকাকে নিয়ে শত প্রতিকূলতা জয় করে আজ প্রতিষ্ঠানটি উপজেলার শত শত শিক্ষার্থীর গর্বের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার গত ২৫ মে ২০২৪ সালে ষাট বছর পূর্ণ করে অবসর জনিত কারনে ছুটিতে গেলে গভর্নিং বডি বিধি মোতাবেক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ,কে,এম মাহবুবুল আলম রতন কে ২৬মে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে চিঠি দেন।সে মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রথম দিনে কলেজ চত্বরে ফলজ ও বনজ গাছ লাগিয়ে প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম মাহবুবুল আলম রতনকে হাতে ধরে সকল শিক্ষক - শিক্ষিকার সামনে দায়িত্বরত চেয়ারে তাকে আসীন করেন।
এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,সকলের সহযোগিতা পেলে যে কোন চেলেঞ্জ খুব সহজেই মোকাবেলা করে সঠিক সুন্দররের পথে আমরা এগিয়ে যেতে পারবো।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)