• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

  • শিক্ষা
  • ১৯ মে, ২০২৪ ২০:০৪:৪৪

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে।রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, রেজিস্ট্রার কৃষিবীদ ড. মো: হুমায়ুন কবীর, ট্রেজারার প্রফেসর ড.আতাউর রহমান, বিভিন্ন অনুষদের ডীনসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন৷ উক্ত সংবাদ সম্মেলনে জানা যায়, আগামী ২৪, ২৫ ও ২৬ মে তারিখে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, "নজরুল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা এবার নজরুল জয়ন্তীকে শুধু ত্রিশাল নামাপাড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিবো। এরই ধারাবাহিকতায় আগামী ২৪-২৬ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং  আগামী ২ তারিখ জাতীয় জাদুঘর-সুফিয়া কামাল মিলনায়তনে বরেণ্য কয়েকজন নজরুল গবেষককে নজরুল পদক প্রদান করা হবে।"

মন্তব্য ( ০)





  • company_logo