• সমগ্র বাংলা

দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু

  • সমগ্র বাংলা
  • ২৯ নভেম্বর, ২০২৩ ১৫:৩১:৩৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু করেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা। নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে আজ বুধবার দুপুরে জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক শাকিল আহমেদের কাছে মনোনয়নপত্র তুলে দেন দিনাজপুর ৩ (সদর)  আসনের প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

এর আগে নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (প্রতিকৃতিতে) ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেছেন তিনি।  

 এদিকে দিনাজপুর ৪ ( খানসামা- চিরিরবন্দর) আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চিরিরবন্দরে সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ কে এম শরীফুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।  

এছাড়াও খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দীনের কাছে পৃথক ভাবে আরেক সেট মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। তবে আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিয়েছেন দিনাজপুরের ৬টি নির্বাচনী আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা।

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দিনাজপুর ২ ( বোচাগঞ্জ- বিরল)  আসনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দিনাজপুর ৫ ( পাবর্তীপুর- ফুলবাড়ী)  আসনে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর ৬ ( নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর)  আসনে শিবলী সাদিক এমপি, দিনাজপুর ১ ( বীরগঞ্জ - কাহারোল)  আসনে মনোরঞ্জনশীল গোপাল এমপি মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও জাতীয় পার্টিসহ নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছুর রাজনৈতিক দলসমুহ সহ সতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। 

মন্তব্য ( ০)





  • company_logo