• সমগ্র বাংলা
  • লিড নিউজ

শ্রীপুরে মহাসড়কে পেট্রোল বোমা বিস্ফোরণ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২২ নভেম্বর, ২০২৩ ২২:০৭:৫০

ছবিঃ সিএনআই

শ্রীপুর, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পেট্রোল বোমা ও ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দুটি ককটেল ও পেট্টোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় পেট্টোল বোমা বিস্ফোরিত হলেও ককটেল দুটি বিস্ফোরিত হয়নি। এতে পুরো মাওনা চৌরাস্তায় এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উপর থেকে দুটি ককটেল ও একটি পেট্টোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় পেট্টোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তদের ছোঁড়া দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের উপর পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষ দ্বিবিদিক ছুটোছুটি শুরু করে। রাস্তার উপর ককটেল ২টি পড়ে থাকাই যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য ( ০)





  • company_logo