• সমগ্র বাংলা

গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা

  • সমগ্র বাংলা
  • ২২ নভেম্বর, ২০২৩ ১৭:২০:৫৯

ছবিঃ সিএনআই

গোপালপুপ্রতিনিধিঃ “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হউক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ নভেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, পরিবার পরিকল্পনা অফিসার রূপ জিন্নাত রিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাছেত, মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo