• লাইফস্টাইল

শীতে খুশকি থেকে বাঁচার ঘরোয়া উপায়

  • লাইফস্টাইল
  • ১৭ নভেম্বর, ২০২৩ ২২:২০:৪৯

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: শীত এলেই বাড়ে ত্বকের নানা সমস্যা। সেসঙ্গে খুশকির দৌরাত্ম্যও বাড়তে থাকে। প্রথম থেকে গুরুত্ব না দিলে এই সমস্যা আর পিছু ছাড়ে না।শীতে খুশকি থেকে দূরে থাকতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন বিস্তারিত জানা যাক-

অলিভ অয়েল ও বেকিং সোডা 

অলিভ অয়েল আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে লাগিয়ে নিন। আঙুলের সাহায্যে আলতো করে মালিশ করুন। ২০ রেখে শ্যাম্পু করে নিন। খুশকি দূর হবে। 

পাতিলেবু ও বেকিং সোডা 

খুশকির অব্যর্থ দাওয়াই পাতিলেবু। এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও ফ্ল্যাভনয়েড যা খুশকি দূর করতে বেশ উপকারী। বেকিং সোডার সঙ্গে দু’টো পাতিলেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এটি মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে নিন। 

অ্যাপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা 

কিছুতেই খুশকি দূর হচ্ছে না? এ কাজে ভরসা রাখতে পারেন ভিনেগার। এই দুটো উপাদান ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মেশান। এই মিশ্রণ চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে খুশকির সমস্যা থেকে রেহাই মিলবে। 

মন্তব্য ( ০)





  • company_logo