• উদ্যোক্তা খবর

রাণীনগরে ইমপ্যাক্ট প্রশিক্ষণের উদ্বোধন

  • উদ্যোক্তা খবর
  • ১৩ নভেম্বর, ২০২৩ ১৭:০৭:৩৮

ছবিঃ সিএনআই

নওগাঁঃ নওগাঁর রাণীনগরে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় প্রকল্পের অনুক’লে “সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি” বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

প্রশিক্ষণে উপজেলার ২০জন যুব ও যুব মহিলারা অংশগ্রহণ করছেন বলে জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান সোহেল। এসময় প্রশিক্ষণে প্রদান করা নানা বিষয়ের কারিগরি জ্ঞান বাস্তবজীবনে সঠিক ভাবে প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণকে সার্থক করার আহ্বান জানানো হয়।  

মন্তব্য ( ০)





  • company_logo