• লাইফস্টাইল

আগুনে হাত পুড়ে গেলে কী করা উচিত?

  • লাইফস্টাইল
  • ১২ নভেম্বর, ২০২৩ ১৮:০৭:৫৩

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক:  রান্নাঘরে কাজ করতে গেলে অসাবধানতাবসত অনেকসময় হাত পুড়তে পারে। চিকিৎসকদের মতে, হাত পুড়লে সবার আগে ক্ষতস্থানে ঠান্ডা পানি দিতে হবে। বরফ পানি দিতে পারলে আরও ভালো। তবে ভুলেও বরফ দেওয়া চলবে না। এতে শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা যায় না। 

আগুনে হাত পুড়লে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করবেন? চলুন জেনে নিই- 

মলম দিন 

হাতের কাছে সবসময় সিলভার সালফার ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম মজুত রাখুন। অল্প পুড়লে কিছুক্ষণ ক্ষতস্থানে ঠান্ডা পানি দেওয়ার পর মলম লাগিয়ে নিন। এর ওপর গজ কাপড় বেঁধে নিন। 

পেইন কিলার 

বেশি পুড়ে গেলে পুড়ে যাওয়া স্থানে তীব্র যন্ত্রণা হতে পারে। এমনটা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিন। 

ডিমের সাদা অংশ 

ঘরে বার্না, বার্নসিল, সিলক্রিম ইত্যাদি যদি না থাকে তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ। এতে সাময়িক স্বস্তি মিলবে। 

যা করবেন না 

পোড়া স্থানে তেলজাতীয় পদার্থ মালিশ করা যাবে না। এতে ক্ষতি হতে পারে। খালি হাত দিয়ে ঘষা থেকে বিরত থাকুন। ফোসকা পড়লে সেটি গলানো যাবে না।ঘরোয়া টোটকায় লাভ না হলে কিংবা বেশি পুড়ে গেলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এতে ক্ষতির পরিমাণ কমবে। 

মন্তব্য ( ০)





  • company_logo