• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে ছাত্রীদের মাঝে স্যানিটারী সামগ্রী বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ১১ নভেম্বর, ২০২৩ ১৯:০৮:৪৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর আর্থিক সহায়তায় ও জাতীয় উন্নয়ন সংস্থা ইএসডিও’র উদ্যোগে কুড়িগ্রামে ছাত্রীদের মাঝে স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় বাস্তবায়িত সিবিএম-৩ প্রকল্পের নির্বাচিত চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২শ’ ৮৩ জন ছাত্রীর মাঝে স্যানিটারী সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।

প্রতি প্যাকেজে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ২টি গোসলের সাবান, কাপড় কাচার সাবান  ২টি ও ২৫০ মিলি এর ১টি বোতল স্যাভলন দেওয়া হয়। এসব স্যানিটারী সামগ্রী কুড়িগ্রামের সদর উপজেলার হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়, ভোগডাঙ্গা এ.কে. উচ্চবিদ্যালয় ও ঘোগাদহ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রতিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্টের ফোকাল সিনিয়র অফিসার পার্টনারশীপ এ- কমপ্লায়েন্স মো: শাহ ওয়ালি উল্লাহ, সিবিএম-৩ প্রকল্পের ফোকাল ও ইএসডিও’র এপিসি নির্মল মজুমদার,  প্রকল্প ব্যবস্থাপক মো: মইন উদ্দীন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার শাম্মি আক্তার, এ্যাডমিন ও এ্যাকাউন্টস মহাদেব চন্দ্র রায় প্রমুখ। উল্লেখ্য, সিবিএম-৩ প্রকল্পটি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ১০টি মাধ্যমিক এবং ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। 

মন্তব্য ( ০)





  • company_logo