• সমগ্র বাংলা

নড়াইল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ২২ অক্টোবর, ২০২৩ ১৪:৫৪:৪৩

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর রোববার সকালে নড়াইল জেলা প্রশাসক ও বিআরটিএর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। র‌্যালি শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

এসময় বক্তব্য দেন নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আজিজুল ইসলাম,নিরাপদ সড়ক  ও রেলপথ বাস্তবায়ন পরিষদ বাংলাদেশের সভাপতি সৈয়দ খায়রুল আলম,বিআরটিএ ইন্সপেক্টর ফরহাদ হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo