• সমগ্র বাংলা

স্থানীয় সরকার পাবনার উপসচিবের ভাঙ্গুড়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন

  • সমগ্র বাংলা
  • ১০ অক্টোবর, ২০২৩ ২১:৩৩:৩০

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপসচিব মো. সাইফুর রহমান (ডিডিএলজি) এর পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০অক্টোবর) দিনব্যাপি স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপসচিব মো. সাইফুর রহমান ও ভাঙ্গুড়ার ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপসচিব পদ মর্যাদার মো. সাইফুর রহমান (ডিডিএলজি) সরকারি কাজের অংশ হিসেবে ভাঙ্গুড়ায় পরিদর্শন করেছেন।  এদিন সকাল ১০টার দিকে তিনি প্রথমে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে, দুপুরের দিকে ভাঙ্গুড়া পৌরসভায়, আগমন করেন।

এ সময় পৌরসভার বিভিন্ন কাজের খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে চলমান কাজ গুলিতে আরও মনোযোগী হয়ে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পরামর্শ দেন। এর পর উপজেলা পরিষদ ও উপজেলা চত্বরে অবস্থিত নির্ঝরণী লাইব্রেরী ও সবশেষে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।

এর আগে তিনি পৌরসভা চত্বরে পৌঁচ্ছালে পৌর মেয়র আলহাজ গোলাম হাসনাইন রাসেল ও পৌরসভার প্যানেল মেয়র মো. বরাত আলী ও কাউন্সিলর বৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

মন্তব্য ( ০)





  • company_logo